খুলনায় যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কর্মী সভা
- আপডেট সময় : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা খুলনায় অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং বিকেল ৩টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ৯ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
দেশব্যাপী এ ব্যাতিক্রম ধর্মী কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে খুলনা থেকেই শুরু হয়। ১০ জেলার ১৫টি ইউনিটের যৌথ কর্মীসভা শেষ হলেও দ্বিতীয় পর্বে ২৭টি জেলার ৩২টি ইউনিটের কর্মসূচি শুরু হল খুলনা দিয়েই।
যুবদলের কেন্দ্রীয় সদ্য সাবেক সহ-সভাপতি ও মহানগর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্র-জনতা।
ফ্যাসিবাদমুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে।
ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে আমাদের সাতশ’ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ৪০ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কাউকে কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেয়া হয়নি।
বিগত ১৬ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এসময়ে এসেও আমাদের ধৈর্য ধরে সততার সঙ্গে এগোতে হবে, যাতে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি। এটিই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা।