খুলনা-১ আসনে জনসংযোগ করেছেন কেন্দ্রীয় নেতা পার্থ দেব মন্ডল

- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
খুলনা-১ আসনে জনসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি, সাবেক কেন্দ্রীয় যুবদল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল। দাকোপের কামারখোলা ইউনিয়ন এর কালিনগর বাজারে এলাকায় বিএনপি’র ৩১ দফা সংবলিত লিফলেট জনগণের কাছে পৌঁছে দেন তিনি। গতকাল শনিবার বিকালে পার্থ দেব মন্ডল ও তার নেতা-কর্মীরা দাকোপ এলাকার পোদ্দারগঞ্জ ও কামারখোলা ও দাকোপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে দোয়া ও সমর্থন চান। দাকোপ ইউনিয়ন সার্বজনীন দুর্গা মন্দিরে পার্থ দেব মন্ডলকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এসময় তারা তারেক রহমানকে খুলনা-১ আসন উপহার দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে নেমেছি। এই দাবি শুধু বিএনপি’র নয়, দেশের প্রতিটি সাধারণ মানুষের দাবি। খুলনা ১ আসনে বিএনপি’কে কলঙ্কিত করার যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন নেতাকর্মীরা। পার্থ দেব মন্ডল বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী এখনোও ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষকে জয়যুক্ত করতে ঝাঁপিয়ে পড়তে হবে।