খোকনকে অব্যাহতি দিলো বিএনপি
- আপডেট সময় : ১২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিলো বিএনপি। শনিবার (২০ এপ্রিল) খোকনকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচিত হবার পর সভাপতির দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে নির্দেশনা দেয় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
কিন্তু ফোরামের সিদ্ধান্তকে উপেক্ষা করে যথারীতি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন খোকন। এর জেরেই ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে তথা বিএনপি ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৬ ও ৭ মার্চ নির্বাচন শেষে ৯ মার্চ রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল হিসেবে পরিচিত) বিজয়ীরা হচ্ছেন, সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন) এবং সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম শফিক।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) বিজয়ীরা হচ্ছেন- সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির। সদস্য পদে মো. বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন, মো. রায়হান রনি ও রাশেদুল হক খোকন।