ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গণসংযোগে সরব নওগাঁ — বিএনপির আলোচনায় নাজমুল হক সনি

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাহাপুর বাজার ও মুরাদপুর এলাকায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নাজমুল হক সনি। ৩ নভেম্বর বিকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাহাপুর বাজারে সাধারণ মানুষের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আলহাজ্ব নাজমুল হক সনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচির প্রতিটি দফা জনজীবনের বাস্তব সমস্যা সমাধান এবং দেশের অর্থনৈতিক স্বাধীনের নিশ্চয়তা দিতে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তন চায়, চায় ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা— বিএনপি সেই লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দিনের দ্বিতীয় ভাগে মুরাদপুর এলাকায় গণসংযোগ শেষে মুরাদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা, যেখানে বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় আলহাজ্ব নাজমুল হক সনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে এবং প্রশাসনিক ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। সভায় উপস্থিত স্থানীয় জনগণ জানান, তাঁরা এমন নেতৃত্ব চান, যারা শুধু নির্বাচনের সময় নয়, প্রতিদিন জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ— লিফলেট হাতে মানুষের ভিড়, আলোচনা, স্লোগান আর পরিবর্তনের প্রত্যাশা। বক্তারপুর ও মুরাদপুরে বিএনপির এই ৩১ দফা প্রচারণা কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণসংযোগে সরব নওগাঁ — বিএনপির আলোচনায় নাজমুল হক সনি

আপডেট সময় :

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাহাপুর বাজার ও মুরাদপুর এলাকায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নাজমুল হক সনি। ৩ নভেম্বর বিকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাহাপুর বাজারে সাধারণ মানুষের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আলহাজ্ব নাজমুল হক সনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচির প্রতিটি দফা জনজীবনের বাস্তব সমস্যা সমাধান এবং দেশের অর্থনৈতিক স্বাধীনের নিশ্চয়তা দিতে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তন চায়, চায় ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা— বিএনপি সেই লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দিনের দ্বিতীয় ভাগে মুরাদপুর এলাকায় গণসংযোগ শেষে মুরাদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা, যেখানে বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় আলহাজ্ব নাজমুল হক সনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে এবং প্রশাসনিক ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। সভায় উপস্থিত স্থানীয় জনগণ জানান, তাঁরা এমন নেতৃত্ব চান, যারা শুধু নির্বাচনের সময় নয়, প্রতিদিন জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ— লিফলেট হাতে মানুষের ভিড়, আলোচনা, স্লোগান আর পরিবর্তনের প্রত্যাশা। বক্তারপুর ও মুরাদপুরে বিএনপির এই ৩১ দফা প্রচারণা কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।