সংবাদ শিরোনাম ::
গভীর রাতে উত্তরার কাঁচাবাজারে আগুনে
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়াবহ আগুনে পুড়ে গেছে উত্তরা কাঁচাবাজারের বহু দোকান।
সোমবার দিবাগত রাত ২টার পর ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানান, আগুন লাগার খবর পেয়ে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করে।
তবে কোন হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।