সংবাদ শিরোনাম ::
গরমের তীব্রতা আরও ৫দিন!

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৫৪৭ বার পড়া হয়েছে
দেশজুড়ে বইয়ে চলেছে তাপপ্রবাহ। ২০ এপ্রিলের পর গরমের তীব্রতা আরও বাড়বে। বিভিন্ন জায়গায় গরমের ব্যাপ্তিও বাড়বে। এরই মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আগামী ৫ দিন পর্যন্ত তাপমাত্রা কমার আভাস নেই। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। আগারগাঁও আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগ ছাড়া দেশের সর্বত্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ।
দেশের বিভিন্ন অঞ্চলে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল নাগাদ ঢাকায় ঝড়ো বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি দেখা দেয়। কিন্তু তা অস্থায়ী বলে জানায় আবহাওয়াবিদরা।
তাপপ্রবাহের সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতিও সংকটাপন্ন। দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং চরম রূপ নিয়েছে।