গাইবান্ধার সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ এর গভর্নিং বর্ডির অনুমোদন
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদরের সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ-এর গভর্নিং বর্ডি’র সভাপতি নির্বাচিত হয়েছেন উন্নয়ন সংগঠক এম সাদ্দাম হোসেন পবন।
গত ২২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এর কলেজ পরিদর্শক মো: আবু সায়েম স্বাক্ষরিত সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ গভর্নিং বডি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে কলেজ প্রতিষ্ঠাতা ও এসইউপি সংস্থার নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন কে সভাপতি করা হয়।
গাইবান্ধা সদরের দূর্গম চরাঞ্চল ও অনগ্রসর জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এস,ইউ,পি) নির্বাহীপরিচালক এম সাদ্দাম হোসেন পবন কলেজটি প্রতিষ্ঠা করেছেন। সংস্থা পরিচালিত এই কলেজ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনলাইন ভর্তির মাধ্যমে একাদশ শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক বন্দরের প্রানকেন্দ্রে সবুজ-শ্যামল প্রকৃতি বেষ্টিত পরিবেশে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত- এম সাদ্দাম হোসেন পবন অনগ্রসর এলাকা ও চরাঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং মর্যাদাশীল উন্নত সমাজ প্রতিষ্ঠায় ২০০৭ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। সমাজের সকল শ্রেনি ও পেশার মানুষের প্রতিনিধিদের নিয়ে তিনি সমাজ ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কাজ শুরু করেন এবং ২০১২ সালে সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এস,ইউ,পি) নিবন্ধিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হিসাবে কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসাবে তিনি কর্মরত রয়েছেন।
সংস্থা সুদীর্ঘ ১৭ বছর থেকে শিক্ষা, স্বাস্থ্য, দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করছে। এই অনগ্রসর এলাকা ও দূর্গম চরাঞ্চলের জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে কলেজ স্থাপন করা হয়। এতে করে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে সমাজে উচ্চ শিক্ষার হার বাড়বে।




















