গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারীর শাস্তির দাবি, ওসির সঙ্গে মতবিনিময়

- আপডেট সময় : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারী মিলাদের বিচারের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেছেন তাওহিদি জনতা। শুক্রবার (১৬ মে) বাদ এশা গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামানের কার্যালয়ে মতবিনিময় করে গোলাপগঞ্জ তাওহীদি জনতার প্রতিনিধি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দ্রুত বিচারের দাবি জানান।
মতবিনিময় শেষে হাফিজ খুবাইব বিন জামিল জানান- আমরা আজ (শুক্রবার) গোলাপগঞ্জ থানার ওসি মহোদয়ের সঙ্গে মতিবিনিময় করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কুরআন অবমাননাকারী মিলাদকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছি। এসময় ওসি মহোদয় আমাদের দাবির সাথে একমত হয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন সাহেব, নুরুল ইসলাম মনা, যুবনেতা আব্বাস আল মাহমুদ, যুবনেতা মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা সাইফুল ইসলাম, ছাত্রনেতা খুবাইব বিন জামিল, মাওলানা কবির আহমদ, মাওলানা সামছুল করিম, মাওলানা মুহাম্মাদ উল্লাহ রাসেল ও হাফিজ জামিল আহমদ প্রমুখ।