ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো Logo গাইবান্ধা সদর আসনে মাঠ-ময়দানে নির্বাচনী প্রস্তুতিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর Logo কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত Logo টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহত আমিন গ্রেপ্তার Logo জনগণই বিএনপির শক্তি-বিএনপি নেতা ফখরুল ইসলাম Logo আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েল মিয়ার পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি Logo জুড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত Logo কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

গোলাপগঞ্জে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান, জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে নকল মোড়কে পানীয় বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা দল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, প্রাণ ফুড লিমিটেডের ‘প্রাণ আপ’ ড্রিংকের বোতলে ‘পাওয়ার ড্রিংক’-এর লোগো ও মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে সিলেটের বাজারে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখা বিষয়টি খতিয়ে দেখে এবং তথ্য সংগ্রহের পর গোলাপগঞ্জ উপজেলার ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালায়।
অভিযানকালে বিপুল পরিমাণ ‘প্রাণ আপ’ বোতলে ভুয়া পাওয়ার ড্রিংকের লোগো লাগানো অবস্থায় বিপুুল পণ্য পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার উপ-পরিচালক আরিফ মুরশেদ মিশু বলেন,ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা ভেজাল পণ্যের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা প্রতারণা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান শেষে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে. এম. সহিদুল ইসলাম সোহাগ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর র‍্যাব দ্রুত তদন্তে নামে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কোনো প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারবে না। আমরা সব ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”
র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান, জরিমানা

আপডেট সময় :

সিলেটের গোলাপগঞ্জে নকল মোড়কে পানীয় বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা দল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, প্রাণ ফুড লিমিটেডের ‘প্রাণ আপ’ ড্রিংকের বোতলে ‘পাওয়ার ড্রিংক’-এর লোগো ও মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে সিলেটের বাজারে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখা বিষয়টি খতিয়ে দেখে এবং তথ্য সংগ্রহের পর গোলাপগঞ্জ উপজেলার ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালায়।
অভিযানকালে বিপুল পরিমাণ ‘প্রাণ আপ’ বোতলে ভুয়া পাওয়ার ড্রিংকের লোগো লাগানো অবস্থায় বিপুুল পণ্য পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার উপ-পরিচালক আরিফ মুরশেদ মিশু বলেন,ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা ভেজাল পণ্যের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা প্রতারণা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান শেষে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে. এম. সহিদুল ইসলাম সোহাগ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর র‍্যাব দ্রুত তদন্তে নামে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কোনো প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারবে না। আমরা সব ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”
র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না।