গোলাপগঞ্জ যুবদলের কর্মীসভা কাল, কমিটি ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। ২০২১ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে রাজনৈতিক নিপীড়নে বিধ্বস্ত ছিলো নেতাকর্মীরা। প্রায় ৫ বছর পর গোলাপগঞ্জে কর্মীসভা করতে যাচ্ছে যুবদল।
২৩ আগস্ট শনিবার বেলা ২টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে উপজেলা যুবদল ও পৌরসভা মাঠ এ বিকাল ৫ টার পৌর যুবদলের উদ্দ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হবে।
কর্মী সভায় জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন প্রধান অতিথি ও জেলা যুবদলের সাধারন সম্পাদক মকসুদ আহমদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও জেলা যুবদল এর সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মীসভা থেকে আগামী কমিটির রুপরেখা তৈরি হবে মর্মে ব্যাপক উচ্ছাস রয়েছে নেতাকর্মীদের মধ্যে। দলীয় পদ নিয়ে সবার আশা থাকলেও জেলার কাছে সকলের দাবী নের্তৃত্ব নির্বাচনে যেনো দলের ত্যাগীরা জায়গা পান, দলের দুর্দিনে যারা দলকে সার্ভিস দিয়েছেন তারাই যেনো নের্তৃত্বে আসেন।
জানা যায়, প্রায় মাসখানেক আগে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নতুন নেতৃত্ব চেয়ে বিজ্ঞপ্তি জারী করে জেলা কমিটি। কর্মী সভা পরবর্তী যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলের মধ্যে গুঞ্জন রয়েছে। অপরদিকে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। শুধু তাই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের অনুসারীরাও এই লবিংয়ে অংশ নিচ্ছেন।
উপজেলা যুবদলের সভাপতি হতে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোঃ সালাউদ্দিন, শাহজাহান আহমদ, সভাপতি সুফিয়ান আহমদ খান, নিজামুল কাদির লিপন, এম এ মান্নান।
এছাড়া সাধারন সম্পাদক পদে শাহনুর আহুমদ,এম এ কাদির, কামরুজ্জামান জুনাক,রাজু আহমদ,লায়েক আহমদ,খালেদ আহমদ প্রমুখ।
এছাড়াও পৌর যুবদলের সভাপতি পদে,আব্দুল আজিজ মুন্না, কামাল আহমদ, বাদল আহমদ
মোঃ শাহ আলম প্রমুখ।
পৌর সাধারণ সম্পাদক পদে, সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ, আক্তার হোসেন এর নাম আলোচনায় রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এড.মামুন আহমদ রিপন জানান, দীর্ঘদিন পর কর্মীসভা হচ্ছে, সকল নেতাকর্মীরা উচ্ছসীত, কমিটির রুপরেখা হতে পারে তবে এব্যাপারে জেলা যুবদলের সর্বোচ্চ নের্তৃবৃন্দ সিন্ধান্ত দিবেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাজাহান আহমদ বলেন, দলের দূর্দিনে যারা ছিলেন না বর্তমান সুসময়ে তারাও নেতৃত্বে আসতে চাচ্ছেন। তবে আমাদের বিশ্বাস জেলা নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রামে থাকা নেতৃত্বকেই বেছে নিবেন।
পৌর যুবদলের আহবায়ক এনামুল হক বলেন, আগামীকাল কর্মীসভায় জেলার নেতৃবৃন্দরা আসবেন। উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। ওই কর্মীসভায় নতুন নেতৃত্ব বাছাইয়ের রুপরেখা চূড়ান্ত হতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে জানান, বিগত ফ্যাসিস্ট আমলে দলের নিবেদিত প্রানরাই কমিটিতে স্থান পাবেন।
পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্ত হবে। যুবদল নেতারা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন, দীর্ঘদিন পর কর্মীসভার কারনে যুবদলের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে ।