গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশন এর মতবিনিময় ও সংবর্ধনা

- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশন এর উদ্যোগে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল সোমবার বিকেলে জিবি টেলিভিশন হল রুমে গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।
হেল্পিং ফাউন্ডেশন এর বাংলাদেশের দায়িত্বরত শাহ আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুর রহমান সুহেব, মানব কল্যান সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, হেল্পিং ফাউন্ডেশন এর উপদেষ্টা সেলিম আহমদ, কামাল আহমদ, মছরু আহমদ, জিবি টেলিভিশন এর চেয়ারম্যান মোঃ বদরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন শহিদুর রহমান, মিলন আহমদ, অলিউর রহমান, সাঈদ আহমদ জামিল, শিমুল আহমদ, রিজু মিয়া, মিজান আহমদ, রনি আহমদ, রিপন আহমদ, বাচন আহমদ, মঞ্জুর, সামাদ আহমদ, জাহিদ আহমদ, তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি,তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
দেশের কল্যানে গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন সংবর্ধিত প্রবাসী অতিথি । চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের চেয়ারম্যান সামাদুর রহমান অপুকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত আজাদ মিয়া বলেন জন্মভূমি,নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমি গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। হেল্পিং ফাউন্ডেশন ও জিবি টেলিভিশন এর উন্নয়নে যে কোন কাজ করে যাবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি,সংবর্ধিত লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়াকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ।