গৌরীপুর কিল্লা বোকাইনগর মাদরাসায় কামিল শাখার উদ্বোধন

- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লা বোকাইনগর কামিল মাদরাসায় ছবক প্রদানের মধ্য দিয়ে কামিল শাখার নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে।
প্রথমবারের মতো কামিল শাখার উদ্বোধনী উপলক্ষে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) মাদরাসার শ্রেণিকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।
তিনি বলেন ময়মনসিংহ উত্তর জনপদের মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসা। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ২০২৩/২৪ শিক্ষাবর্ষে মাদরাসাটি কামিল শ্রেণিতে উন্নীত হয়েছে এটি আমাদের জন্য একটি আনন্দের সংবাদ।
হাফেজ মো. আজিজুল হক বলেন, আমাদের দেশনেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত উপবৃত্তি চালু করে দিয়েছিলেন। দেশের শিক্ষার যে মান ও উন্নয়ন হয়েছে, সেটা বিএনপি সরকারের আমলেই হয়েছে। আর আওয়ামী লীগ আসার পর পাসের হার বাড়ছে, নকলের হার বাড়ছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এগুলো ছিল কাজ। কিন্ত এখন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছে। সেই ৩১ দফায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয়া হয়েছে। তাই তোমরা যারা শিক্ষার্থী আছো তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে মানুষয়ের মতো মানুষ হবে। তোমরাই একদিন এই দেশকে নেতৃত্ব দিবে।
সভায় সভাপতিত্ব করেন কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক। সঞ্চালনা করেন প্রভাষক মো. শেখ সাইদুর রহমান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএস দুলাল, মাদরাসার সহকারি অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শারমিন সুলতানা, গভর্ণিং বডির সহসভাপতি আনোয়ার হোসেন, বিদ্যুৎশাহী সদস্য ছামসুদ্দিন মাস্টার, শফিকুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।