চকরিয়ায় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়
ইফতার পরবর্তী প্রেসক্লাবে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, প্রধান বক্তা উপজেলা কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, বিশেষ আলোচক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইম,
এসময় আরও উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, চকরিয়া উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল আল- আমিন বিশ্বাস, চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা উপ- পরিদর্শক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকরিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুসহ অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিকের সাংবাদিক সদস্য, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন। সভার পবিত্র কোরআন তেলাওয়াত শুরুতে আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।