ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

চকরিয়ায় মারছা বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট হাঁসের ডিঘি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা চোদ্দগ্রাম এলাকার বাসিন্দা এনামুল হক উদয়ের স্ত্রী ফারজানা লিজা (৩২) ও বোন সাদিয়া হক (২৫) ও মা রুমি আক্তার (৫২) এবং গুরুতর আহত হয়েছেন এনামুল হক উদয়।
নিহত অপর দুই জনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি তবে নিহত ৫জনই কুমিল্লা চোদ্দগ্রাম এলাকার এনামুল হক উদয়ের পরিবারের সদস্য।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহত তিনজনকে স্থানীয় মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যৌথভাবে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় মারছা বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

আপডেট সময় :

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট হাঁসের ডিঘি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা চোদ্দগ্রাম এলাকার বাসিন্দা এনামুল হক উদয়ের স্ত্রী ফারজানা লিজা (৩২) ও বোন সাদিয়া হক (২৫) ও মা রুমি আক্তার (৫২) এবং গুরুতর আহত হয়েছেন এনামুল হক উদয়।
নিহত অপর দুই জনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি তবে নিহত ৫জনই কুমিল্লা চোদ্দগ্রাম এলাকার এনামুল হক উদয়ের পরিবারের সদস্য।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহত তিনজনকে স্থানীয় মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যৌথভাবে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করেন।