সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের জুতার কারখানায় আগুন, ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকায় জুতার সোল তৈরির কারখানায় লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয়। তাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।
শুক্রবার বিকাল ৪টায় বিদেশি মালিকানাধীন ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামে ওই জুতার কারখানায় আগুন লাগে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, বিকাল ৪টায় জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের নয়টি ইউনিট কাজ করে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।