সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৮ কেজি গাঁজা জব্দ

মনির হোসেন
- আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ২৪ মে শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ.এম এম হারুন-অর-রশীদ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে শুক্রবার রাত ১০ টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় বরিশাল হতে ঢাকা গামী গোমতী -১ লঞ্চে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা জব্দ করে।
জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।