চাঁদপুরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ইলিশ
- আপডেট সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
চাঁদপুরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ইলিশ। আগামী দুই দিনের মধ্যে চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ইলিশ ধরা, মজুত এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেড়ে গেছে, যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবারের মতো এমন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
ইলিশের ভরা মৌসুমে, চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমেছে। এক সপ্তাহ আগে এখানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মণের কম হয়ে গেছে, ফলে দাম এক লাফে বেড়ে গেছে।
বর্তমানে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া, ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৭০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫০০-৬০০ টাকার পরিবর্তে এখন ১২-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম শুনে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন, ফলে ইলিশের সরবরাহ নাটকীয়ভাবে কমেছে।
ইলিশ ক্রেতা আরমান গাজী বলেন, চাঁদপুরে এমন দামে ইলিশ আগে কখনো দেখিনি। এত দামে কিনতে পারছি না।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, সরবরাহ কমেছে, চাহিদা অনুযায়ী ইলিশ নেই, তাই দাম বেড়ে গেছে। এমন পরিস্থিতি আগে হয়নি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, ১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম রেকর্ড হয়েছে।