ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo চাঁপাইনবাবগঞ্জে মীমাংসা হলেও বাউন্ডারি ভেঙ্গে ফেলার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন ডিআইজি খান সাঈদ হাসান Logo কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা চিংড়ি আটক Logo চট্টগ্রাম বন্দরসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে গাইবান্ধায় সংহতি মিছিল Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ Logo মোংলায় ৩৬ ঘন্টা পার হলেও ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধারে অগ্রগতি নেই Logo বেবু আহ্বায়ক, সুজন সদস্য সচিব Logo জলঢাকায় পোনা মাছ নিধন রোধে ২৬টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিল প্রশাসন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে প্রার্থী হচ্ছেন যারা Logo ৩১ দফার বাস্তবায়নেই রাষ্ট্রে ফিরবে সুশাসন ও গণতন্ত্র

চাই ফ্যাসিবাদমুক্ত মিডিয়া : উপদেষ্টা নাহিদ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিস্টমুক্ত গণমাধ্যম চাই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যম বা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে সংবাদমাধ্যমকে নতুনভাবে দেখতে চাই। এর জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের সংস্কার কাজ কীভাবে হতে পারে তা গণমাধ্যমের কাছ থেকেই শুনতে চাই।

তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। সরকারের গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম, গত ১৫ বছরে তা দেখা যায়নি। তবে যারা অনুগত থেকে কাজ করেছেন, তারা পুরো গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না – এর জন্য কমিটি করা হয়েছে। কোনো সাংবাদিক যদি মনে করেন তাকে হয়রানি করা হচ্ছে তাকে সহায়তা করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। দায়িত্ববোধ থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাই ফ্যাসিবাদমুক্ত মিডিয়া : উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ১০:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

 

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিস্টমুক্ত গণমাধ্যম চাই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যম বা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে সংবাদমাধ্যমকে নতুনভাবে দেখতে চাই। এর জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের সংস্কার কাজ কীভাবে হতে পারে তা গণমাধ্যমের কাছ থেকেই শুনতে চাই।

তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। সরকারের গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম, গত ১৫ বছরে তা দেখা যায়নি। তবে যারা অনুগত থেকে কাজ করেছেন, তারা পুরো গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না – এর জন্য কমিটি করা হয়েছে। কোনো সাংবাদিক যদি মনে করেন তাকে হয়রানি করা হচ্ছে তাকে সহায়তা করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। দায়িত্ববোধ থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।