চাকুরী স্থায়ীকরণের দাবিতে ফরিদপুর সওজ-কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
স্থায়ী চাকুরী ও নিয়মিত বেতনের দাবিতে ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ৩য় এবং ৪র্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় সড়ক ভবন চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি মোঃ জান্নাত মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক ও জনপথ বিভাগের অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনও চাকরির কোনো নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না। তারা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজ করে যাচ্ছেন। অথচ তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না, ফলে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বক্তব্য রাখেন মোঃ. লিটন, মোঃ রুস্তম আলী বিশ্বাস, মোঃ রনি, উত্তম কুমার দাস, মোঃ আকবর, মোঃ রুবেল, ছিদ্দিক মোল্লা সহ অন্যান্য কর্মচারীরা। বক্তারা অবিলম্বে ৩য় ও ৪র্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও নিয়মিত বেতনের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


















