ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবিতে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছয় দফা দাবিতে সিলেটের চন্ডিপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালায়, যার ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা প্রথমে নিজেদের ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিলসহকারে চন্ডিপুল এলাকায় এসে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার তারা সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টে নতুন করে কর্মসূচি পালন করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা আগের মতোই ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. অবৈধ পদোন্নতি বাতিল ও নিয়োগ সংস্কার: ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০% প্রমোশন কোটা বাতিল, অবৈধ পদোন্নতির রায় বাস্তবায়ন এবং বিতর্কিত নিয়োগবিধি বাতিলসহ সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি।
২. ভর্তি নীতিতে পরিবর্তন ও কারিকুলাম উন্নয়ন: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি নিষিদ্ধ করে আন্তর্জাতিক মানে চার বছর মেয়াদি কোর্স চালু ও একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি।
৩. ডিপ্লোমাধারীদের অধিকার রক্ষা: ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সংরক্ষিত পদের বাইরে নিয়োগ বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. টেকনিক্যাল পদে দক্ষ জনবল নিয়োগ: কারিগরি শিক্ষাবহির্ভূত প্রশাসক ও কর্মকর্তাদের নিয়োগ নিষিদ্ধ করে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারীসহ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডধারীদের পদে নিয়োগ নিশ্চিত করা।
৫. আলাদা কারিগরি মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: স্বাধীন ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের জোর দাবি।
৬. উচ্চশিক্ষার সুযোগ ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়: ডুয়েটের অধীনে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত এবং একটি আধুনিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান।
শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিলেটের রাজপথে এ ধরনের শিক্ষার্থী আন্দোলনে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় দফা দাবিতে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
ছয় দফা দাবিতে সিলেটের চন্ডিপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালায়, যার ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা প্রথমে নিজেদের ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিলসহকারে চন্ডিপুল এলাকায় এসে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার তারা সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টে নতুন করে কর্মসূচি পালন করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা আগের মতোই ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. অবৈধ পদোন্নতি বাতিল ও নিয়োগ সংস্কার: ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০% প্রমোশন কোটা বাতিল, অবৈধ পদোন্নতির রায় বাস্তবায়ন এবং বিতর্কিত নিয়োগবিধি বাতিলসহ সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি।
২. ভর্তি নীতিতে পরিবর্তন ও কারিকুলাম উন্নয়ন: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি নিষিদ্ধ করে আন্তর্জাতিক মানে চার বছর মেয়াদি কোর্স চালু ও একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি।
৩. ডিপ্লোমাধারীদের অধিকার রক্ষা: ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সংরক্ষিত পদের বাইরে নিয়োগ বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. টেকনিক্যাল পদে দক্ষ জনবল নিয়োগ: কারিগরি শিক্ষাবহির্ভূত প্রশাসক ও কর্মকর্তাদের নিয়োগ নিষিদ্ধ করে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারীসহ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডধারীদের পদে নিয়োগ নিশ্চিত করা।
৫. আলাদা কারিগরি মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: স্বাধীন ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের জোর দাবি।
৬. উচ্চশিক্ষার সুযোগ ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়: ডুয়েটের অধীনে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত এবং একটি আধুনিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান।
শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিলেটের রাজপথে এ ধরনের শিক্ষার্থী আন্দোলনে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।