ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo দূরপাল্লার যান চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রী Logo ডামুড্যায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo গোবিন্দগঞ্জে অপহরনকৃত মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত Logo কেশবপুরে কুটির শিল্পের নতুন দিগন্ত খায়রুল আনাম Logo সোনাগাজীতে একের পর এক চুরি-ডাকাতি, অভিযোগে করেও মামলা হয় না Logo বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান Logo নোয়াখালী জজ কোর্টের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা Logo ‘বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়’ Logo লাশ পোড়ানো অগ্নিসংযোগ ও জখম মামলায় আব্দুল লতিফ মোল্লাসহ ১৮জন গ্রেপ্তার Logo ঝিনাইগাতীর ৯ গ্রামের ভাগ্যচিত্র বদলে দিতে পারে এক ব্রীজে

ছুটির ফাঁদে দেশ যাত্রী সংকটে গনপরিবহন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাঁকা ঢাকায় নির্মল পরিবেশে ঘুরছে মানুষ

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। সরকারি ছুটি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লম্বা ছুটির কারণে ঢাকায় বসবাসরত মানুষের সিংহভাগ চলে গেছেন নিজ গ্রামে। ফাঁকা রাজধানীতে নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরছে মানুষ। জন সাধারন কম থানায় যাত্রী সংকটে ভুগছে গন পরিবহন।
তবে ছুটি শেষ হতে শুরু হওয়ায় ভোগান্তি এড়াতে ছুটির মধ্যেই কিছু মানুষ ফিরতে শুরু করেছেন মেগা সিটি ঢাকায়। তবে সেটি সংখ্যায় খুবই সামান্য। ঢাকাবাসীও তেমন ঘর থেকে বের হননি। ফলে আজ বুধবার সকালেও ঢাকা কার্যত ফাঁকাই ছিল। রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচল। তবে সেটি যানজটের পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত নগরবাসী। কিন্তু যাত্রী সংকটে মন খারাপ পরিবহন শ্রমিকদের।
যাত্রীরা বলছেন, তারা ১ থেকে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে পারছেন ১৫ মিনিটের মধ্যেই। এমন ঢাকা সব সময় থাকলে ভালোই হতো। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, যে পরিমাণ যাত্রী পাচ্ছেন তাতে তেলের খরচই উঠবে না।
সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদ গেট, ধানমন্ডি, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় রাজধানীর সড়কে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। তবে অধিকাংশ গণপরিবহনে থাকছে আসন ফাঁকা। কর্মদিবসের ঢাকার মতো নেই যানজট। সেই সঙ্গে গণপরিবহনে গেটে যাত্রী ঝোলার চিত্রও দেখা মেলেনি।
এছাড়াও বাস স্টপেজগুলোতে এসে যাত্রীর অপেক্ষায় থাকা যানবাহনের শ্রমিকদের যাত্রী খোঁজার চিত্র ছিল চোখে পড়ার মতো। যাত্রীর অভাবে গণপরিবহনগুলো রাজধানীর বিভিন্ন স্টপেজে এসে কিছু সময়ের জন্য অপেক্ষায় থাকতেও দেখা যায়। এছাড়া সড়কের কোথাও যানজটের চিত্র দেখা মেলেনি।
রাজধানীর কল্যাণপুরে কথা হয় বাসের যাত্রী মো. রাশেদের সঙ্গে। ব্যক্তিগত প্রয়োজনে মিরপুর-১০ নম্বর থেকে কল্যাণপুরে এসেছেন তিনি। তিনি বলেন, রাস্তা ফাঁকা। খুব কম সময়ে চলে আসতে পেরেছি। কোথাও যানজটে পড়তে হয়নি।
অন্য এক যাত্রী মিজানুর রহমান বলেন, কলাবাগান থেকে এখানে এসেছি। সর্বোচ্চ ১৫ মিনিট সময় লেগেছে আসতে। কোনো যানজটে পড়তে হয়নি। সাধারণত যদি অফিস খোলা থাকতো বা ছুটির দিন না হতো তাহলে এই রাস্তাটুকু আসতেই সর্বনি¤œ ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগতো। সব সময় যদি ঢাকার সড়ক এমন ফাঁকা থাকতো তাহলে ঢাকাবাসীর জন্য নির্বিঘেœ চলাচল সহজ হতো। কত সময় বেঁচে যেত মানুষের।
রাজধানীর শ্যামলী বাস স্টপেজে কথা হয় পল্টনগামী যাত্রী জহিরের সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা। কোনো যানজট নেই। এ ঢাকায় চলাচল করতেও ভালো লাগে। আগে শ্যামলী থেকে পল্টন যেতে হলে ২ ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হয়েছে। আর আজ মাত্র ৪০ মিনিট সময় হাতে নিয়ে বের হয়েছি।
এদিকে রাজধানীর কল্যাণপুরে কথা হয় পরিস্থান পরিহনের চালকের সহকারী সাইফুলের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় যাত্রী নেই বললেই চলে। গাড়ি ফাঁকা। তবে গত দুই দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে।
গুলিস্তান ধামরাই পরিবহনের চালকের সহকারী খাইরুল বলেন, রাস্তায় কোনো যাত্রী নেই ভাই। তেল খরচও উঠবে না। সাভার থেকে কল্যাণপুর এসেছি মাত্র ২০-২৫ জন যাত্রী নিয়ে। এই যাত্রীতে গাড়ির খরচ উঠবে না। রইচ পরিবহনের চালকের সহকারী ইমদাদুল বলেন, ঈদের দুই দিন আগে থেকে আজ পর্যন্ত তেমন কোনো যাত্রী নেই। গাড়ি নিয়ে বের হলেই ছিট ফাঁকা পড়ে থাকছে। কোনো ট্রিপে গাড়ি ফুল যাত্রী পাইনি।
এদিকে প্রথমে ঈদ উপলক্ষে পাঁচদিন ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে সেখানে নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছুটির ফাঁদে দেশ যাত্রী সংকটে গনপরিবহন

আপডেট সময় :

ফাঁকা ঢাকায় নির্মল পরিবেশে ঘুরছে মানুষ

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। সরকারি ছুটি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লম্বা ছুটির কারণে ঢাকায় বসবাসরত মানুষের সিংহভাগ চলে গেছেন নিজ গ্রামে। ফাঁকা রাজধানীতে নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরছে মানুষ। জন সাধারন কম থানায় যাত্রী সংকটে ভুগছে গন পরিবহন।
তবে ছুটি শেষ হতে শুরু হওয়ায় ভোগান্তি এড়াতে ছুটির মধ্যেই কিছু মানুষ ফিরতে শুরু করেছেন মেগা সিটি ঢাকায়। তবে সেটি সংখ্যায় খুবই সামান্য। ঢাকাবাসীও তেমন ঘর থেকে বের হননি। ফলে আজ বুধবার সকালেও ঢাকা কার্যত ফাঁকাই ছিল। রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচল। তবে সেটি যানজটের পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত নগরবাসী। কিন্তু যাত্রী সংকটে মন খারাপ পরিবহন শ্রমিকদের।
যাত্রীরা বলছেন, তারা ১ থেকে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে পারছেন ১৫ মিনিটের মধ্যেই। এমন ঢাকা সব সময় থাকলে ভালোই হতো। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, যে পরিমাণ যাত্রী পাচ্ছেন তাতে তেলের খরচই উঠবে না।
সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদ গেট, ধানমন্ডি, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় রাজধানীর সড়কে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। তবে অধিকাংশ গণপরিবহনে থাকছে আসন ফাঁকা। কর্মদিবসের ঢাকার মতো নেই যানজট। সেই সঙ্গে গণপরিবহনে গেটে যাত্রী ঝোলার চিত্রও দেখা মেলেনি।
এছাড়াও বাস স্টপেজগুলোতে এসে যাত্রীর অপেক্ষায় থাকা যানবাহনের শ্রমিকদের যাত্রী খোঁজার চিত্র ছিল চোখে পড়ার মতো। যাত্রীর অভাবে গণপরিবহনগুলো রাজধানীর বিভিন্ন স্টপেজে এসে কিছু সময়ের জন্য অপেক্ষায় থাকতেও দেখা যায়। এছাড়া সড়কের কোথাও যানজটের চিত্র দেখা মেলেনি।
রাজধানীর কল্যাণপুরে কথা হয় বাসের যাত্রী মো. রাশেদের সঙ্গে। ব্যক্তিগত প্রয়োজনে মিরপুর-১০ নম্বর থেকে কল্যাণপুরে এসেছেন তিনি। তিনি বলেন, রাস্তা ফাঁকা। খুব কম সময়ে চলে আসতে পেরেছি। কোথাও যানজটে পড়তে হয়নি।
অন্য এক যাত্রী মিজানুর রহমান বলেন, কলাবাগান থেকে এখানে এসেছি। সর্বোচ্চ ১৫ মিনিট সময় লেগেছে আসতে। কোনো যানজটে পড়তে হয়নি। সাধারণত যদি অফিস খোলা থাকতো বা ছুটির দিন না হতো তাহলে এই রাস্তাটুকু আসতেই সর্বনি¤œ ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগতো। সব সময় যদি ঢাকার সড়ক এমন ফাঁকা থাকতো তাহলে ঢাকাবাসীর জন্য নির্বিঘেœ চলাচল সহজ হতো। কত সময় বেঁচে যেত মানুষের।
রাজধানীর শ্যামলী বাস স্টপেজে কথা হয় পল্টনগামী যাত্রী জহিরের সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা। কোনো যানজট নেই। এ ঢাকায় চলাচল করতেও ভালো লাগে। আগে শ্যামলী থেকে পল্টন যেতে হলে ২ ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হয়েছে। আর আজ মাত্র ৪০ মিনিট সময় হাতে নিয়ে বের হয়েছি।
এদিকে রাজধানীর কল্যাণপুরে কথা হয় পরিস্থান পরিহনের চালকের সহকারী সাইফুলের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় যাত্রী নেই বললেই চলে। গাড়ি ফাঁকা। তবে গত দুই দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে।
গুলিস্তান ধামরাই পরিবহনের চালকের সহকারী খাইরুল বলেন, রাস্তায় কোনো যাত্রী নেই ভাই। তেল খরচও উঠবে না। সাভার থেকে কল্যাণপুর এসেছি মাত্র ২০-২৫ জন যাত্রী নিয়ে। এই যাত্রীতে গাড়ির খরচ উঠবে না। রইচ পরিবহনের চালকের সহকারী ইমদাদুল বলেন, ঈদের দুই দিন আগে থেকে আজ পর্যন্ত তেমন কোনো যাত্রী নেই। গাড়ি নিয়ে বের হলেই ছিট ফাঁকা পড়ে থাকছে। কোনো ট্রিপে গাড়ি ফুল যাত্রী পাইনি।
এদিকে প্রথমে ঈদ উপলক্ষে পাঁচদিন ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে সেখানে নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।