ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ছোট্ট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছোট একটি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেবার পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এসময় তিনি বলেন, জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

যাদের কাজ আছে তাদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুধুমাত্র তাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

সংখ্যায় কতজন যাবেন, তা বলা না হলেও উপদেষ্টা বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত তাড়াতাড়ি সেখান থেকে কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টা করবেন। সব মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা এখন আমি বলতে পারবো না। এটা এখনও ছুড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। একেবারে ফাংশানাল যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে শুধু তারাই যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোট্ট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

 

ছোট একটি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেবার পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এসময় তিনি বলেন, জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

যাদের কাজ আছে তাদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুধুমাত্র তাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

সংখ্যায় কতজন যাবেন, তা বলা না হলেও উপদেষ্টা বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত তাড়াতাড়ি সেখান থেকে কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টা করবেন। সব মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা এখন আমি বলতে পারবো না। এটা এখনও ছুড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। একেবারে ফাংশানাল যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে শুধু তারাই যাবে।