ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

জবিতে প্রথমবার মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো মার্শাল আর্ট (জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু) অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় ছয় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করতে আবেদন করেছেন।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখানে জাতীয় পর্যায়ের সফল মার্শাল আর্ট খেলোয়াড়রা প্রশিক্ষণ দেবেন বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
সভাপতির বক্তব্যে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে ক্রীড়া আয়োজন করছে। এ ক্যাম্প থেকে দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী তৈরি হবে, যা জবির সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, জুডো-কারাতের মতো মার্শাল আর্ট তরুণদের কাছে আকর্ষণীয়। এর প্রয়োগ জবিতে আরও আগে হওয়া উচিত ছিল। সীমিত সম্পদের কারণে চ্যালেঞ্জ থাকলেও শিক্ষক-শিক্ষার্থী-প্রশাসন মিলে তা মোকাবিলা করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ক্যাম্প শিক্ষার্থীদের আত্মরক্ষা, নিরাপত্তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে জুডো-কারাতে এখন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির (কাবাডি, জুডো, কারাতে, শুটিং ও তায়কোয়ান্দ) আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবিতে প্রথমবার মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন

আপডেট সময় :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো মার্শাল আর্ট (জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু) অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় ছয় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করতে আবেদন করেছেন।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখানে জাতীয় পর্যায়ের সফল মার্শাল আর্ট খেলোয়াড়রা প্রশিক্ষণ দেবেন বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
সভাপতির বক্তব্যে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে ক্রীড়া আয়োজন করছে। এ ক্যাম্প থেকে দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী তৈরি হবে, যা জবির সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, জুডো-কারাতের মতো মার্শাল আর্ট তরুণদের কাছে আকর্ষণীয়। এর প্রয়োগ জবিতে আরও আগে হওয়া উচিত ছিল। সীমিত সম্পদের কারণে চ্যালেঞ্জ থাকলেও শিক্ষক-শিক্ষার্থী-প্রশাসন মিলে তা মোকাবিলা করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ক্যাম্প শিক্ষার্থীদের আত্মরক্ষা, নিরাপত্তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে জুডো-কারাতে এখন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির (কাবাডি, জুডো, কারাতে, শুটিং ও তায়কোয়ান্দ) আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।