জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে যখম
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুর দুইটায় নীলগঞ্জ ইউনিয়নের ছোট কুমিরমারা গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন-ফোরকান সিকদার (৪৫) ও স্ত্রী রিনা বেগম (৪০)।
স্বজনেরা আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
আহত ফোরকান শিকদার জালান, গতকাল মোস্তফা শিকদার আমার রেকর্ডিং ও জমির উপর দিয়ে তাদের যাতায়াতের রাস্তা নির্মাণ করতে আসলে। আমি এতে বাধা দেই। কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তফা শিকদারের নেতৃত্বে আলামিন শিকদার,কালাম, রাসেল, বেল্লাল, মুসা, মাসুম, মান্নান সিকদার সবাই মিলে আমাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। মারামারির একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। আমার স্ত্রী আমাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্বজনের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত মুসার ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত্র সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















