ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাটে এক নারীকে রাতভর গণধর্ষণ,আটক-২

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জয়পুরহাটে এক নারীকে কলাবাগানে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ। মামলার ভিত্তিতে দুই যুবককে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। (১৬ মে) শুক্রবার জয়পুরহাট সদর থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে জুলফিকার আলী (১৯) এবং পৌর শহরের গাড়িয়া কান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে রেজুয়ান পারভেজ (১৯)। বৃহস্পতিবার দুপুরে রেজুয়ানকে নিজ বাড়ি থেকে এবং জুলফিকার কে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আটক করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূর আলম সিদ্দিক জানান,জযপুরহাট সদর উপজেলায় বসবাসরত ৩৬ বছর বয়সী ওই নারী ৯ এপ্রিল রাতে মাহবুব আলম আব্দুল্লার (২৫) কাছে ২ হাজার টাকা ধার চান। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় নিয়ে গেলে আব্দুল্লাহ খঞ্জনপুরের মিশন পাড়ার বাসিন্দা টুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান শ্রাবণ (২২), জুলফিকার আলী ও রেজুয়ান পারভেজকে সেখানে ডেকে নেয়। রাতেই তাদের ৩ জনের কাছে ওই নারীকে রেখে কৌশলে আব্দুল্লা সেখান থেকে সটকে পড়েন। অভিযুক্তরা ওই নারীকে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিম পাড়ের প্রায় দুই কিলোমটিার দূরে নিয়ে যান। কৌশলে সেখান থেকে ওই নারী পালিয়ে এসে খঞ্জনপুর যমুনা বাঁধ গ্রামের একজনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও ছুটে আসেন তারা। পরবর্তীতে তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের খোকনের কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত গণধর্ষণ করেন। পরে পাশের পটলক্ষেতে নিয়ে গিয়ে আবারও রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্তরা ধূমপানে ব্যস্ত হয়ে পড়লে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
ওসি আরও জানান, পরবর্তীতে ভুক্তভোগী নারী আব্দুল্লাকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার দেওয়া সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। বর্তমানে শাহীনুর রহমান শ্রাবণ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে অভিযান চলমান বলেও জানান ওসি মো. নূর আলম সিদ্দিক। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে এক নারীকে রাতভর গণধর্ষণ,আটক-২

আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
জয়পুরহাটে এক নারীকে কলাবাগানে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ। মামলার ভিত্তিতে দুই যুবককে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। (১৬ মে) শুক্রবার জয়পুরহাট সদর থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে জুলফিকার আলী (১৯) এবং পৌর শহরের গাড়িয়া কান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে রেজুয়ান পারভেজ (১৯)। বৃহস্পতিবার দুপুরে রেজুয়ানকে নিজ বাড়ি থেকে এবং জুলফিকার কে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আটক করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূর আলম সিদ্দিক জানান,জযপুরহাট সদর উপজেলায় বসবাসরত ৩৬ বছর বয়সী ওই নারী ৯ এপ্রিল রাতে মাহবুব আলম আব্দুল্লার (২৫) কাছে ২ হাজার টাকা ধার চান। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় নিয়ে গেলে আব্দুল্লাহ খঞ্জনপুরের মিশন পাড়ার বাসিন্দা টুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান শ্রাবণ (২২), জুলফিকার আলী ও রেজুয়ান পারভেজকে সেখানে ডেকে নেয়। রাতেই তাদের ৩ জনের কাছে ওই নারীকে রেখে কৌশলে আব্দুল্লা সেখান থেকে সটকে পড়েন। অভিযুক্তরা ওই নারীকে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিম পাড়ের প্রায় দুই কিলোমটিার দূরে নিয়ে যান। কৌশলে সেখান থেকে ওই নারী পালিয়ে এসে খঞ্জনপুর যমুনা বাঁধ গ্রামের একজনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও ছুটে আসেন তারা। পরবর্তীতে তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের খোকনের কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত গণধর্ষণ করেন। পরে পাশের পটলক্ষেতে নিয়ে গিয়ে আবারও রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্তরা ধূমপানে ব্যস্ত হয়ে পড়লে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
ওসি আরও জানান, পরবর্তীতে ভুক্তভোগী নারী আব্দুল্লাকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার দেওয়া সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। বর্তমানে শাহীনুর রহমান শ্রাবণ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে অভিযান চলমান বলেও জানান ওসি মো. নূর আলম সিদ্দিক। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ।