ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে দুই আসনেই ধানের শীষে নতুন মুখ

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের দুইটি আসনেই নতুন দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন বিএনপি। গত সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন।
তালিকা অনুযায়ী জয়পুরহাট-১ আসনে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।
মাসুদ রানা প্রধান জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। অপরদিকে আব্দুল বারী সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি।
নাম ঘোষণার পর রাতেই সর্বসাধারণ নতুন দুই নেতার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেছেন। নাম ঘোষণার পর থেকে নতুন সাড়া জাগে বিএনপির তৃণমূল ও সাধারণ ভোটারদের মাঝে। রাত থেকেই এলাকায় ভিন্নরূপে শুরু হয়েছে গণসংযোগ, কর্মী সভা ও সমাবেশ।
প্রার্থী মাসুদ রানা প্রধান জানান, আমার বাবা মোজাহার আলী প্রধান জয়পুরহাট-১ আসনের এমপি ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে থেকে রাজনীতি করতাম। দীর্ঘদিন বাবার সথে থেকে জনগণের কাছে গেছি। এলাকাবাসীর বিপদে আপদে পাশে থেকেছি। বাবার মত জনতার পাশে থেকে জয়পুরহাটবাসীর সেবা করতে চাই উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি করার কারণে বিগত দিনে ক্রসফায়ারের ভয়ে পালিয়ে দিন কাটিয়েছি।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মূল্যায়ন করে জয়পুরহাটবাসীর সেবা করার জন্য মনোনীত করেছেন। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে দুই আসনেই ধানের শীষে নতুন মুখ

আপডেট সময় :

জয়পুরহাটের দুইটি আসনেই নতুন দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন বিএনপি। গত সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন।
তালিকা অনুযায়ী জয়পুরহাট-১ আসনে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।
মাসুদ রানা প্রধান জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। অপরদিকে আব্দুল বারী সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি।
নাম ঘোষণার পর রাতেই সর্বসাধারণ নতুন দুই নেতার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেছেন। নাম ঘোষণার পর থেকে নতুন সাড়া জাগে বিএনপির তৃণমূল ও সাধারণ ভোটারদের মাঝে। রাত থেকেই এলাকায় ভিন্নরূপে শুরু হয়েছে গণসংযোগ, কর্মী সভা ও সমাবেশ।
প্রার্থী মাসুদ রানা প্রধান জানান, আমার বাবা মোজাহার আলী প্রধান জয়পুরহাট-১ আসনের এমপি ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে থেকে রাজনীতি করতাম। দীর্ঘদিন বাবার সথে থেকে জনগণের কাছে গেছি। এলাকাবাসীর বিপদে আপদে পাশে থেকেছি। বাবার মত জনতার পাশে থেকে জয়পুরহাটবাসীর সেবা করতে চাই উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি করার কারণে বিগত দিনে ক্রসফায়ারের ভয়ে পালিয়ে দিন কাটিয়েছি।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মূল্যায়ন করে জয়পুরহাটবাসীর সেবা করার জন্য মনোনীত করেছেন। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।