জয়পুরহাটে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরী
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী । ‘কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাই শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনের প্রস্তুতিমূলক ক্যাম্প-২০২৫। গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালি ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দু’হাজার কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নিয়েছেন। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্প এলাকায় এসে শেষ হয়। র্যালিতে স্কাউটদের হাতে থাকা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ।
পরে মূল এরিনায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে প্রমাণ করবে যে তারা দেশের জন্য সম্পদ। নিজেদের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের প্রয়োজনে কাজ করতে হবে। দেশ আমাদের, তাই দেশের প্রতি দায়িত্ববোধ থাকা জরুরি। যতদিন পর্যন্ত সেই দায়িত্ববোধ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে পারব না। সুন্দরভাবে দেশ গড়তে হলে দায়িত্ববোধ তৈরি পূর্বশর্ত উল্লেখ করে তিনি উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে আরও বলেন, আমার সামনে যারা বসে আছো, তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।
জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জেলা স্কাউটস কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক মাহমুদুল হাসান মুন্না। প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো: নুরুল ইসলাম।
উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে স্কাউট আন্দোলনে বিশেষ অবদান রাখায় জেলার ৪১ জন প্রবীণ স্কাউটার ও ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর-২০২৫) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আর অংশগ্রহণকারীদের জন্য গেমস, স্টেশনভিত্তিক চ্যালেঞ্জ এবং নেতৃত্বের বিকাশমূলক নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

















