ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার ১৩ সেপ্টেম্বর-২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে জেলার সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।
পুলিশ বলছেন, ওই গৃহবধূর মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামীও বৈদ্যুতিক শকে আত্নহত্যার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তারের পর জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামের লোকজন ও পুলিশ জানিয়েছেন, রোকেয়া বেগম ও জহির উদ্দিন দম্পতির এক ছেলে ঢাকায় রিকশা চালায়। ছেলের বউ বিদেশে থাকে। ওই দম্পতি তার দুই নাতিকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে তাদের। জহির উদ্দিন প্রায় দিনই তার স্ত্রীকে মারধর করতেন। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রোকেয়া বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে জহির উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর মাথায় পেছন দিক দিয়ে কোপ দেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
এরপর জহির উদ্দিন বৈদ্যুতিক শক দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তিনি অসুস্থ হয়ে টয়লেটে পড়েছিলেন। সকালে তাদের ছোট দুই নাতি প্রতিবেশীদের জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ জহির উদ্দিনকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারায় রয়েছেন।
জহির উদ্দিনের ভাতিজা নূর ইসলাম বলেন, চাচা চোখে ঠিক মতো দেখতে পান না, নেশা করেন। আর চাচী কানে কথা কম শোনেন। চাচা দীর্ঘদিন ধরে কোন কাজ করেন না। চাচী অন্যের বাড়িতে মাঝে মধ্যে কাজ করেন। ছেলে তাদের খরচের টাকা দিতো। খরচ দিতে অনেক সময় দেরি হতো। আর চাচা-চাচী দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
নিহতের স্বজন রেহেনা বেগম বলেন, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কয়েকদিন মারধর করায় আগে রোকেয়া বেগম আমাদের ওখানে গিয়ে বলেছিল বেয়াইন আমি বাড়ি যাবো না। এবার বাড়ি গেলে মেরেই ফেলবে। পরে বাড়ি আসার পর আজ শুনি বেয়াইনকে খুন করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, নিহত গৃহবধূর মাথার পেছনে বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। এতে কানের কিছু অংশ কেটে গেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

আপডেট সময় :

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার ১৩ সেপ্টেম্বর-২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে জেলার সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।
পুলিশ বলছেন, ওই গৃহবধূর মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামীও বৈদ্যুতিক শকে আত্নহত্যার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তারের পর জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামের লোকজন ও পুলিশ জানিয়েছেন, রোকেয়া বেগম ও জহির উদ্দিন দম্পতির এক ছেলে ঢাকায় রিকশা চালায়। ছেলের বউ বিদেশে থাকে। ওই দম্পতি তার দুই নাতিকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে তাদের। জহির উদ্দিন প্রায় দিনই তার স্ত্রীকে মারধর করতেন। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রোকেয়া বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে জহির উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর মাথায় পেছন দিক দিয়ে কোপ দেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
এরপর জহির উদ্দিন বৈদ্যুতিক শক দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তিনি অসুস্থ হয়ে টয়লেটে পড়েছিলেন। সকালে তাদের ছোট দুই নাতি প্রতিবেশীদের জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ জহির উদ্দিনকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারায় রয়েছেন।
জহির উদ্দিনের ভাতিজা নূর ইসলাম বলেন, চাচা চোখে ঠিক মতো দেখতে পান না, নেশা করেন। আর চাচী কানে কথা কম শোনেন। চাচা দীর্ঘদিন ধরে কোন কাজ করেন না। চাচী অন্যের বাড়িতে মাঝে মধ্যে কাজ করেন। ছেলে তাদের খরচের টাকা দিতো। খরচ দিতে অনেক সময় দেরি হতো। আর চাচা-চাচী দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
নিহতের স্বজন রেহেনা বেগম বলেন, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কয়েকদিন মারধর করায় আগে রোকেয়া বেগম আমাদের ওখানে গিয়ে বলেছিল বেয়াইন আমি বাড়ি যাবো না। এবার বাড়ি গেলে মেরেই ফেলবে। পরে বাড়ি আসার পর আজ শুনি বেয়াইনকে খুন করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, নিহত গৃহবধূর মাথার পেছনে বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। এতে কানের কিছু অংশ কেটে গেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।