ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট আদালতে জিপি  ছালামত আলী ও পিপি শাহানুর রহমান শাহীন

জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে।

নতুন নিয়োগে সরকারি কৌশলী (জিপি) হয়েছেন এ্যাড. আলহাজ্ব ছালামত আলী প্রামানিক, পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড, মো: শাহানুর রহমান শাহীন।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি হয়েছেন । এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পাবলিক প্রসিকিউটর হয়েছেন এ্যাড, রিনাত ফেরদৌস রিনি ও সহকারি পাবলিক প্রসিকিউটর হয়েছেন এ্যাড, মোছা আরিফা আক্তার পলি।

এছাড়া অতিরিক্ত সরকারী কৌশুলী হয়েছেন এ্যাড, মো: হেনা কবির।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন ৪ জন। তারা হলেন, এ্যাড, মো: আহসান হাবিব চপল, এ্যাড, এ, টি,এম মিজানুর রহমান, এ্যাড, এ,টি,এম মুজাহিদ আজিজ মনা, এ্যাড, মো: মামুনুর রশীদ।

সহকারী সরকারি কৌশলি হয়েছেন ১৭ জন। তারা হলেন- এ্যাড, মো: আব্দুল মোমিন, এ্যাড, এ,এম, জি রব্বানী, এ্যাড, আব্দুস সালাম, এ্যাড, তৈয়ব আলী মন্ডল, এ্যাড, মো: আ.ন.ম মাহফুজ আকতার,এ্যাড, মো: আশরাফ আলী, এ্যাড, মো: নাসিমুস সাকলাইন টিটু, এ্যাড, মো: আব্দুল আউয়াল, এ্যাড, মো: মোকাররম হোসেন পিন্টু, ,এ্যাড,মো: হুমায়ন কবির দেওয়ান, এ্যাড,মো:আনিছুর যহমান,এ্যাড, মো: আব্দুল বারী মন্ডল, এ্যাড, মো:আমিনুর ইসলাম ছানা, এ্যাড, মো:আইয়ুব আলী,এ্যাড,হারুনুর রশীদ,এ্যাড,মো: লুৎফর রহমান,এ্যাড, মো: মোকারম হোসেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন ১৯ জন। তারা হলেন-এ্যাড, মো: নাজমুল ইসলাম জনি, এ্যাড, মো: হারুনুর রশিদ, এ্যাড, মো: আবু সুফিয়ান পলাশ, এ্যাড, নূর আলম মল্লিক, এ্যাড, মো: মফিজুল সরকার, এ্যাড, মো: বজলুর রহমান মন্ডল, এ্যাড, নূর-ই-আলম সিদ্দিক, এ্যাড, মো: শহিদুল ইসলাম,এ্যাড,দেওয়ান নূর আলম, এ্যাড,শাহিনুর রেজা বানু,এ্যাড, চঞ্চল কুমার মহন্ত, এ্যাড, মো:খায়রুল আহসান জুয়েল, এ্যাড, মো: সামছুল হক, এ্যাড, মোছা সোহেলী পারভীন, এ্যাড, মুনছুর রহমান মন্ডল, এ্যাড, মো: রুহুল আমিন ফারুক,এ্যাড,মোজাহেদ আলী দেওয়ান,এ্যাড, মো:শামসুল ইসলাম,এ্যাড, আ. ন. ম. মাহফুজ আকতার এলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাট আদালতে জিপি  ছালামত আলী ও পিপি শাহানুর রহমান শাহীন

আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে।

নতুন নিয়োগে সরকারি কৌশলী (জিপি) হয়েছেন এ্যাড. আলহাজ্ব ছালামত আলী প্রামানিক, পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড, মো: শাহানুর রহমান শাহীন।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি হয়েছেন । এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পাবলিক প্রসিকিউটর হয়েছেন এ্যাড, রিনাত ফেরদৌস রিনি ও সহকারি পাবলিক প্রসিকিউটর হয়েছেন এ্যাড, মোছা আরিফা আক্তার পলি।

এছাড়া অতিরিক্ত সরকারী কৌশুলী হয়েছেন এ্যাড, মো: হেনা কবির।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন ৪ জন। তারা হলেন, এ্যাড, মো: আহসান হাবিব চপল, এ্যাড, এ, টি,এম মিজানুর রহমান, এ্যাড, এ,টি,এম মুজাহিদ আজিজ মনা, এ্যাড, মো: মামুনুর রশীদ।

সহকারী সরকারি কৌশলি হয়েছেন ১৭ জন। তারা হলেন- এ্যাড, মো: আব্দুল মোমিন, এ্যাড, এ,এম, জি রব্বানী, এ্যাড, আব্দুস সালাম, এ্যাড, তৈয়ব আলী মন্ডল, এ্যাড, মো: আ.ন.ম মাহফুজ আকতার,এ্যাড, মো: আশরাফ আলী, এ্যাড, মো: নাসিমুস সাকলাইন টিটু, এ্যাড, মো: আব্দুল আউয়াল, এ্যাড, মো: মোকাররম হোসেন পিন্টু, ,এ্যাড,মো: হুমায়ন কবির দেওয়ান, এ্যাড,মো:আনিছুর যহমান,এ্যাড, মো: আব্দুল বারী মন্ডল, এ্যাড, মো:আমিনুর ইসলাম ছানা, এ্যাড, মো:আইয়ুব আলী,এ্যাড,হারুনুর রশীদ,এ্যাড,মো: লুৎফর রহমান,এ্যাড, মো: মোকারম হোসেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন ১৯ জন। তারা হলেন-এ্যাড, মো: নাজমুল ইসলাম জনি, এ্যাড, মো: হারুনুর রশিদ, এ্যাড, মো: আবু সুফিয়ান পলাশ, এ্যাড, নূর আলম মল্লিক, এ্যাড, মো: মফিজুল সরকার, এ্যাড, মো: বজলুর রহমান মন্ডল, এ্যাড, নূর-ই-আলম সিদ্দিক, এ্যাড, মো: শহিদুল ইসলাম,এ্যাড,দেওয়ান নূর আলম, এ্যাড,শাহিনুর রেজা বানু,এ্যাড, চঞ্চল কুমার মহন্ত, এ্যাড, মো:খায়রুল আহসান জুয়েল, এ্যাড, মো: সামছুল হক, এ্যাড, মোছা সোহেলী পারভীন, এ্যাড, মুনছুর রহমান মন্ডল, এ্যাড, মো: রুহুল আমিন ফারুক,এ্যাড,মোজাহেদ আলী দেওয়ান,এ্যাড, মো:শামসুল ইসলাম,এ্যাড, আ. ন. ম. মাহফুজ আকতার এলেন।