জয়ী হয়ে অসমাপ্ত কাজ বাস্তবায়নের সুযোগ চাইলেন টিটু
- আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
ফের ভোট দিয়ে জয়যুক্ত করে অসমাপ্ত কাজ ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ চাইলেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নের পাশাপাশি সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকার চেষ্ট করেছি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে প্রচালনায় নেমে মেয়র প্রার্থী টিটু বলেন, নতুন ১২ টি ওয়ার্ড সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে। এতে করে কর্পোরেশনের আয়তন অনেক বেড়েছে। সেই সঙ্গে বাড়বে কাজের পরিধি। এসব ওয়ার্ডের জন্য রাস্তা, ড্রেন, সড়কবাতি ইত্যাদি নাগরিক সেবাগুলো নির্ধারণ করা হয়েছে এবং অনেকস্থানে এরই মধ্যে বাস্তবায়ন করেছি।
তিনি বলেন, বেশ কিছু কাজ চলমান রয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন। আশা করছি, অসমাপ্ত কাজগুলো যখন সম্পন্ন হবে, তখন বর্ধিত ওয়ার্ডগুলো বিলুপ্ত পৌরসভার ২১ টি ওয়ার্ড অর্থাৎ ৩৩ টি ওয়ার্ডের শতকরা ৭০/৮০ ভাগ সমস্যার সমাধান করা সম্ভব। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী টিটু বলেন, নগরবাসীকে প্রতিশ্রুতির স্রোতে ভাসাতে চাই না। আমি নগরবাসীর সেবা করতে চাই। ৯ মর্চ টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়ী করে নগরবাসীর সেবা করার সুযোগ চান। তিনি বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি মডেল কর্পোরেশন হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এই মেয়র প্রার্থী।