জাতীয় পতাকা উত্তোলন দিবস
- আপডেট সময় : ১২:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের
প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা উত্তোলিত হয়েছিলো
এই পতাকা উত্তোলনই ছিল মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা য়েছিলো। পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত।
এই পতাকা উত্তোলনই ছিল মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস।
৩ মার্চ পল্টনের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ। পরবর্তীতে ১৯৭১ সালের ২৩ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম তার ধানমন্ডির নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিদেশের মাটিতে সর্বপ্রথম কলকাতায় বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ ও রঙ নির্ধারণ করে পরিমার্জন করে সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত, বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।