ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

জাবিতে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুনর্মিলনী

জাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সাভার-আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে ‘জাহাঙ্গীরনগরের বুকে সাভার শীর্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজ থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত সভায় রাষ্ট্র পুনর্গঠনে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

আয়োজনের বিষয়ে সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এ জায়গায় এসে দাঁড়িয়েছি। এ দীর্ঘ সময়ে সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। মূলত তাদের সাথে পরিচিত হওয়া এবং আন্দোলনের স্মৃতিচারণ করতেই আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, এখন এলাকা পর্যায়ে স্থানীয় প্রশাসন নেই। সমাজ পুনর্গঠনের কাজে শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করবে এবং তাদের চিন্তাভাবনা কাজে লাগাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। তাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আশা করি রাস্তা কাঠামো পুনঃনির্মাণে তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে পারবো।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কবৃন্দ ও সাভার-আশুলিয়ার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুনর্মিলনী

আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সাভার-আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে ‘জাহাঙ্গীরনগরের বুকে সাভার শীর্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজ থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত সভায় রাষ্ট্র পুনর্গঠনে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

আয়োজনের বিষয়ে সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এ জায়গায় এসে দাঁড়িয়েছি। এ দীর্ঘ সময়ে সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। মূলত তাদের সাথে পরিচিত হওয়া এবং আন্দোলনের স্মৃতিচারণ করতেই আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, এখন এলাকা পর্যায়ে স্থানীয় প্রশাসন নেই। সমাজ পুনর্গঠনের কাজে শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করবে এবং তাদের চিন্তাভাবনা কাজে লাগাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। তাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আশা করি রাস্তা কাঠামো পুনঃনির্মাণে তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে পারবো।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কবৃন্দ ও সাভার-আশুলিয়ার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।