‘জামায়াত ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে’
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
ইসলাম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কোনো আপোষ করা হবে না। তিনি বলেন, অশান্তি, অন্যায় ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আ. ন. ম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী ও নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইদ্রিস, নায়েবে আমির মাওলানা হাফিজুল হক নেজামী, অধ্যাপক আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি মাওলানা সেলিম উদ্দিন, অধ্যাপক জালাল আহমদ ও উপজেলার শুরা কর্ম-পরিষদ সদস্যবৃন্দ সহ সকল রুকনবৃন্দ।
















