জামালপুরে বিচার বিভাগ কর্মচারিদের কর্ম বিরতি পালন

- আপডেট সময় : ০২:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
ব্লক পদ বিলুপ্তির দাবিতে কর্ম বিরতি পালন করেছে বিচার বিভাগ কর্মচারি এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দরা। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে আদালত প্রাঙ্গনে কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসুচিতে বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি এ কে এম সরোয়ার জাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান রবিন প্রমুখ।
তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ ম-১২ তম গ্রেডেভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। তাদেন দাবি মানা না হলে কেন্দ্রের নির্দেশে ক্রমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।