জিম্মি জাহাজে আরও জলদস্যু ওঠেছে!
- আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
সোমালিয়া জলদস্যুদের কবলে থাকা জিম্মি বাংলাদেশি জাহাজে নতুন করে আরও জলদস্যু ওঠেছে। জাহাজটি এরই মধ্যে সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিডেটের প্রধান নির্বাহী মেহেরুল করিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে জাহাজে আরও জলদস্যু ওঠায় বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলস্যুদের তরফে এখনো পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি।
মেহেরুল করিম বলেন, জাহাজাটি সোমলিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকালে অবস্থান বদল করে এবং বর্তমানে এটি ৪ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজটিতে নতুন করে ১৩ জন সশস্ত্র জলদস্যু উঠেছে। বর্তমানে জাহাজটিতে ২২ জন জলদস্যু অবস্থান করছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল।
একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে। শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়।
আবদুল্লাহ’র ওপর নজর রাখছে একটি ভারতীয় যুদ্ধজাহাজ। বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় ভারতীয় যুদ্ধজাহাজের পাশাপাশি একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজও অবস্থানের কথা জানা গেছে।
গত ৪ মার্চ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করে। মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বেলা দেড়টা নাগাদ খবর আসে, ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুরা এমভি আবদুল্লাহ জিম্মি করেছে।