জুড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা নাজমুল আলম লিজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম।
সোমবার (৭ অক্টোবর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যুবলীগ নেতা লিজনকে উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলার অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা নাজমুল আলম লিজনকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারতে যেতে অবস্থান করছেন এমন খবরে যুবলীগ নেতা নাজমুল আলম লিজনের বাড়ীতে কয়েকঘণ্টা অভিযান চালায় পুলিশ ও বিজিবি। এরপর থেকে তিনি নজরদারিতে ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম।