‘জুলাই বিপ্লবের সনদ এবং পিআর বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবেনা’
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,জুলাই বিপ্লবের সনদ এবং পিআর বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবেনা। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর কিছু দলের আচরণ সন্দেহজনক। মানুষের সাথে তামাশায় লিপ্ত হয়েছে। কিন্ত এদেশের মানুষ সব বুঝে, তাদেরকে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবেনা। আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারজদের মানুষ ভোট দেবেনা। তিনি গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,তরুণ ছাত্র সমাজ ইতিমধ্যে ডাকসু ও জাকসুতে দেখিয়ে দিয়েছে তারা এখন বিকল্প চায়।জনগণের চাহিদা পূরণ গণরায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ট ভোট পেয়ে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ। ঘুষ, দুর্নীতি নির্মূল করতে ও জনগণের শাসন সুদৃঢ় করার জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন। তিনি প্রধান নির্বাচন কমিশনার উদ্দেশ্য বলেন, আপনি রাজনৈতিক দলের ভাষায় কথা বলবেন না, জনগণের আশা আকাঙ্কার দিকে লক্ষ্য করে আরপিও সংশোধন করে সংবিধানে পিআর পদ্ধতি প্রবর্তন সম্ভব। জনগণ আগামী নির্বাচনে লেবেল প্লেয়িং ও পিআর পদ্ধতি চালুর পক্ষে ঐক্যবদ্ধ।
গতকাল শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীর নুর ম্যানশন প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় ও মাওলানা সজিব আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিনে রায়হান। বক্তব্য পৌর জামায়াতের সেক্রেটারী কাজী শাহিদুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশফাক আল মান্নান লিপু প্রমুখ।সমাবেশ শেষে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

















