ঝালকাঠিতে মনোনয়ন পাবে ধানের শীষ : রফিকুল ইসলাম জামাল
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পাবে বিএনপির ধানের শীষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে এব্যাপারে আশ্বস্ত করেছে।
গতকাল শনিবার উপজেলা বিএনপির আয়োজনে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজাদুর রহমান, উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ ৬ ইউনিয়নের সভাপতিগণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় এসেছিলেন। তিনি খাল কাটা কর্মসূচীসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ নিয়ে দেশকে স্বনির্ভর সূখী সমৃদ্ধশীল দেশ গড়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউসে বিজাতীয় ষঢ়যন্ত্রের শিকার এবং বিপদগামী কতিপয় সেনাবাহিনীর হাতে শহীদ হন তিনি ।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















