ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়নে অবহিতকরন,পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার কৃষকদের দক্ষতা উন্নয়নে ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আর্থায়নে অবহিতকরন,পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় নলডাঙ্গা মন্দির প্রাঙ্গনে এ কর্মশালার আয়োজন করা হয়।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারন অফিসার রাকিবুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়ার , উপ-সহকারী কৃষি কর্মকর্তা জলি খাতুন, ইউপি সদস্য পলাশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
১ দিনের এ কর্মশালায় ইউনিয়নের ১২৫ জন কৃষককে আর্থিক সহযোগিতা ও খাবার বিতরন করা হয়।