সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
‘সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার’—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছের চারা বিতরণ করেন পরিবেশবিদ জহির রায়হান। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক হায়দার আলী, আলমঙ্গীর হোসেন, ইসমত আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জহির রায়হান বলেন, ‘প্রতিদিন আমরা যেমন নিঃশ্বাস নেই, তেমনি প্রতিদিনই পৃথিবীকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গাছ লাগানো তার সবচেয়ে সহজ উপায়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতেই এ গাছের বিতরণ করা হচ্ছে।
পরে বিদ্যালয়ের ১’শ ১৪ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।