সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইল প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
ইঞ্জিন বিকল হওয়ার পর আটকে আছে ট্রেনটি। রিলিফ ট্রেনের ইঞ্জিন আসার পরই ট্রেন চলাচল শুরু হবে: ছবি সংগ্রহ
টাঙ্গাইল জেলার মির্জাপুরের বাসাইল এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টা নাগাদ কমিউটার ট্রেনটির বিকল হয়ে পড়ায় ঢাকায় অফিস করেন তারা বেশি বিপাকে পড়েছেন। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি সরানো পর চলাচল স্বাভাবিক হবে।