ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টেকসই বেড়িবাঁধের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ২৫০টি পরিবার, ২০০ একর কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সাড়ে ৩ কিলোমিটার স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় টিয়াখালী নদীর তীরে এ কর্মসূচি হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এতে বলা হয়, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামে বসবাসরত ২৫০টি দরিদ্র পরিবার অস্বাভাবিক জোয়ারের পানিতে নিয়মিত প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল-কলেজ, চুলা পর্যন্ত ডুবে যায়। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। কৃষিজমি তলিয়ে গিয়ে বছরে একবারও সঠিকভাবে ফসল ফলানো যায় না।
বক্তারা জানান, গত বছর অক্টোবর থেকে মানববন্ধন, পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ এবং পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তাব প্রেরণের তথ্য তারা পেয়েছেন।
তারা দাবি করেন, দক্ষিণে অ্যাডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তরে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে নির্মাণ করা হোক। তা না হলে তারা বরিশাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে আন্দোলন করবেন।
বক্তারা আরও বলেন, বেড়িবাঁধ না থাকায় কৃষি উৎপাদন, শিক্ষা ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকসই বেড়িবাঁধের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

আপডেট সময় :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ২৫০টি পরিবার, ২০০ একর কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সাড়ে ৩ কিলোমিটার স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় টিয়াখালী নদীর তীরে এ কর্মসূচি হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এতে বলা হয়, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামে বসবাসরত ২৫০টি দরিদ্র পরিবার অস্বাভাবিক জোয়ারের পানিতে নিয়মিত প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল-কলেজ, চুলা পর্যন্ত ডুবে যায়। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। কৃষিজমি তলিয়ে গিয়ে বছরে একবারও সঠিকভাবে ফসল ফলানো যায় না।
বক্তারা জানান, গত বছর অক্টোবর থেকে মানববন্ধন, পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ এবং পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তাব প্রেরণের তথ্য তারা পেয়েছেন।
তারা দাবি করেন, দক্ষিণে অ্যাডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তরে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে নির্মাণ করা হোক। তা না হলে তারা বরিশাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে আন্দোলন করবেন।
বক্তারা আরও বলেন, বেড়িবাঁধ না থাকায় কৃষি উৎপাদন, শিক্ষা ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।