ট্রেনে করে প্রতিদিন ২ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন
- আপডেট সময় : ০২:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাস, লঞ্চ ও ট্রেন সবখানেই ঘরমুখো হাজারো মানুষের প্রচণ্ড ভিড়। পোশাক শিল্পের ছুটির পর এই ভিড় আরও বাড়বে। ঈদকে সামনে রেখে ট্রেনে করে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ ঢাকা চেড়ে যাচ্ছে।
সামনের দুই দিন যাত্রীর সংখ্যা আরও বাড়বে। তখনও সিডিউল অনুযায়ী প্রতিট্রেন ছেড়ে যাবার আশা করছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। রোববার (৭ এপ্রিল) কমলাপুরে স্টেশনে সাংবাদিকদের একথা জানান।
স্টেশন ম্যানেজার বলেন, এদিন কমলাপুর ও আশপাশের স্টেশন থেকে ৪৪টি আন্তনগরসহ ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এসব যাত্রীসংখ্যা ৩৩ হাজার ৫০০ জন।
এবারে কমলাপুর রেলস্টেশনে দুই দফা যাত্রীর টিকিট চেকিং করা হচ্ছে।
বিনা টিকিটের যাত্রী প্রবেশ বন্ধ করতেই এমন কড়াকড়ি অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদ উপলক্ষ্যে স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় র্যাবসহ বিভিন্ন বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্লাট ফর্মেও আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।