ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

ডাক্তারের চেম্বারের সামনে চিকিৎসার জন্য অপেক্ষারত নবজাতকের মৃত্যু

দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারে অপেক্ষায় থেকে মায়ের কোলেই এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে মা-মনি হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নবজাতকটির বয়স ছিল তিনদিন। সে উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
শিশুটির বাবা মো. সাকিব জানান, সকালে স্ত্রী ও নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে আসেন। চিকিৎসকের জন্য ১৭ নম্বর সিরিয়াল নেন তারা। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য বারবার সহকারীদের অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর মায়ের কোলে শিশুটি মারা যায়।
এ বিষয়ে চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, বাচ্চাটি জন্মের সময় মাথায় আঘাত পাওয়ায় খিঁচুনির সমস্যায় ভুগছিল। শিশুটির গুরুতর অবস্থা সম্পর্কে সহকারী তাকে জানায়নি। তবে প্রাথমিকভাবে এক সহকারীকে দায়িত্বে অবহেলার কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, শিশুটির অবস্থা দেখে সহকারীরা অভিভাবককে জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারা সেটি শোনেননি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জনান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাক্তারের চেম্বারের সামনে চিকিৎসার জন্য অপেক্ষারত নবজাতকের মৃত্যু

আপডেট সময় :

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারে অপেক্ষায় থেকে মায়ের কোলেই এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে মা-মনি হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নবজাতকটির বয়স ছিল তিনদিন। সে উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
শিশুটির বাবা মো. সাকিব জানান, সকালে স্ত্রী ও নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে আসেন। চিকিৎসকের জন্য ১৭ নম্বর সিরিয়াল নেন তারা। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য বারবার সহকারীদের অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর মায়ের কোলে শিশুটি মারা যায়।
এ বিষয়ে চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, বাচ্চাটি জন্মের সময় মাথায় আঘাত পাওয়ায় খিঁচুনির সমস্যায় ভুগছিল। শিশুটির গুরুতর অবস্থা সম্পর্কে সহকারী তাকে জানায়নি। তবে প্রাথমিকভাবে এক সহকারীকে দায়িত্বে অবহেলার কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, শিশুটির অবস্থা দেখে সহকারীরা অভিভাবককে জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারা সেটি শোনেননি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জনান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।