ডামুড্যায় নানান আয়োজনে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার সময় ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র্যালি বের বের হয় এরপর র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাস্টবিন স্থাপন ও বৃক্ষ রোপন করা হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল মাদবর।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মাদবরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জাকির রাড়ি,
সহ-সাধারণ সম্পাদক,জুয়েল মাদবর, স্বেচ্ছাসেবক দল নেতা শিশির বেপারি, সুমন মাল, পরাগ সিকদার সোহেল মাঝি,,সোহেল বেপারী, রুবেল আকন,মাহবুবুর রহমান বাবু বেপারী,রাজিব সিকদার, নাজমুল হক মাদবর, মিরাজ সরকার, লাজুক মাল সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।