ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর জেলার ডামুড্যার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করছে। বিদ্যালয়টির ২৭ টি শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন শিক্ষক। ফলে শিক্ষার্থীদর নিয়মিত পাঠদান ব্যহত হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানা যায়, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৮ সালে সরকারি করণ করা হয়। এরপর থেকেই সরকারি ভাবে নিয়োগ বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে শিক্ষক সংকট প্রকট হতে থাকে। বর্তমান প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ২২টি পদ শূণ্য রয়েছে। বর্তমানে বিজ্ঞান বিভাগে ৩ জন, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন করে শিক্ষক রয়েছেন। অন্যদিকে, চতুর্থ শ্রেণির ৭টি পদই শূণ্য। বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক সংকটের কারণে অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষকদেরই ঘণ্টা দিতে হয় এবং একাধিক বিষয় ক্লাস নিত হচ্ছে।
অভিভাবকরা জানান, সরকারি বিদ্যালয় হওয়া সত্বেও তাদর সন্তানরা সঠিকভাব পাঠদান পাচ্ছে না। প্রায়ই ক্লাস বন্ধ থাকে, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা ।
ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মজিদ খান বলন, ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর নিয়োগ কার্যক্রম হয়নি। অর্থনৈতিক সংকটের কারণে খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দিতে পারছি না। বর্তমান ভোকেশনাল বিভাগের কয়েকজন শিক্ষক ধার নিয়ে ক্লাস চালাতে হচ্ছে।
তিনি আরো জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান কমে যাচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট সময় :

শরীয়তপুর জেলার ডামুড্যার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করছে। বিদ্যালয়টির ২৭ টি শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন শিক্ষক। ফলে শিক্ষার্থীদর নিয়মিত পাঠদান ব্যহত হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানা যায়, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৮ সালে সরকারি করণ করা হয়। এরপর থেকেই সরকারি ভাবে নিয়োগ বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে শিক্ষক সংকট প্রকট হতে থাকে। বর্তমান প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ২২টি পদ শূণ্য রয়েছে। বর্তমানে বিজ্ঞান বিভাগে ৩ জন, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন করে শিক্ষক রয়েছেন। অন্যদিকে, চতুর্থ শ্রেণির ৭টি পদই শূণ্য। বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক সংকটের কারণে অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষকদেরই ঘণ্টা দিতে হয় এবং একাধিক বিষয় ক্লাস নিত হচ্ছে।
অভিভাবকরা জানান, সরকারি বিদ্যালয় হওয়া সত্বেও তাদর সন্তানরা সঠিকভাব পাঠদান পাচ্ছে না। প্রায়ই ক্লাস বন্ধ থাকে, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা ।
ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মজিদ খান বলন, ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর নিয়োগ কার্যক্রম হয়নি। অর্থনৈতিক সংকটের কারণে খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দিতে পারছি না। বর্তমান ভোকেশনাল বিভাগের কয়েকজন শিক্ষক ধার নিয়ে ক্লাস চালাতে হচ্ছে।
তিনি আরো জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান কমে যাচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।