সংবাদ শিরোনাম ::   
                            
                            ডিমলায় ভুট্টা ক্ষেতে অগ্নি সংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
																
								
							
                                
                              							  ডিমলা (নীলফামারী)প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ২১১ বার পড়া হয়েছে
 
ডিমলায় শত্রুতা বসত ১৬ বিঘ জমির ভুট্টা ক্ষেতে অগ্নি সংযোগ করে পুরে দিয়েছে দুর্বৃত্তরা। এ নাশকতামূলক ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। খালিসা চাপানি ইউনিয়নের বাইশপুকুর নামক  এলাকায়। নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা নদীর বিধৌত চড় এলাকার  বাঁইশপুকুর গ্রামে আজিজুল ইসলাম (৪৫),রফিকুল ইসলাম( ৫০) ও মফেলুদ্দিন সহ ৩ জনের প্রায় ১৬ বিঘ জমির ভুট্টা ক্ষেতে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কেউ এ নাশকতা ঘটনা ঘটিয়াছে।
খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম জানান, অগ্নি সংযোগ করে ভুট্টা ক্ষেত পুড় দেয়ার ঘটনাটি শুনে অনুসন্ধানে নেমেছি কে এই নাশকতা মূলক ঘটনাটি ঘটিয়েছে। সন্ধান পেলে তাকে আইনের আওতায় নেয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আল বান্না বলেন, ঘটনাটি আমি শুনেছি শোনার পরে ডিমলা থানার অফিসার  ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান  জানিয়েছি। ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে একজন সাব ইন্সপেক্টর কে ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
																			



















