ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ডিমলায় সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহকালে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি যুবদল নেতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় রাস্তার সরকারি গাছ চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের প্রকাশ্যে জীবননাশের হুমকি দিয়েছেন এক যুবদল নেতা। এ ঘটনায় এলাকায় কর্মরত সংবাদকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তার ধারে থাকা ১০টি ইউক্যালিপটাস গাছ গত এক সপ্তাহ ধরে কেটে নেওয়া হয়। একই এলাকার মোকবার আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম (২৭) এর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুর ইসলাম (৫০) ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের যুবদল নেতা অহিদুল ইসলামের ছেলে মমিনুর রহমান সাদ্দাম (৩০) এ কাজে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বিকেলে এসব কর্তনকৃত গাছ চাপানীর হাট বাজারস্থ এক ছ-মিলে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলেন। এ সময় ইউপি সদস্য নুর ইসলাম ও যুবদল নেতা মমিনুর রহমান সাদ্দাম সাংবাদিক আমিনুর রহমান দুলাল ও ক্রাইম সিন নিউজ-এর ডিমলা প্রতিনিধি আলাল হোসেনসহ অন্যান্য সংবাদকর্মীদের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাপানীর হাটের মন্দিরের সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন।
এ সময় মমিনুর রহমান সাদ্দাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কোনো ক্রাইম নিউজ করতে হলে আমার অনুমতি নিতে হবে, না হলে মেরে ফেলা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই যুবদল নেতা দলের নাম ভাঙিয়ে প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও হয়রানি করা হয়।
তবে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া জানান, “মমিনুর রহমান সাদ্দাম যুবদলের বহিষ্কৃত নেতা।”
ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম রাব্বানী রাস্তার সরকারি গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা রাখা হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান জানান, “সরকারি গাছগুলো উদ্ধার করা হয়েছে। গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহকালে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি যুবদল নেতার

আপডেট সময় :

নীলফামারীর ডিমলায় রাস্তার সরকারি গাছ চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের প্রকাশ্যে জীবননাশের হুমকি দিয়েছেন এক যুবদল নেতা। এ ঘটনায় এলাকায় কর্মরত সংবাদকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তার ধারে থাকা ১০টি ইউক্যালিপটাস গাছ গত এক সপ্তাহ ধরে কেটে নেওয়া হয়। একই এলাকার মোকবার আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম (২৭) এর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুর ইসলাম (৫০) ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের যুবদল নেতা অহিদুল ইসলামের ছেলে মমিনুর রহমান সাদ্দাম (৩০) এ কাজে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বিকেলে এসব কর্তনকৃত গাছ চাপানীর হাট বাজারস্থ এক ছ-মিলে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলেন। এ সময় ইউপি সদস্য নুর ইসলাম ও যুবদল নেতা মমিনুর রহমান সাদ্দাম সাংবাদিক আমিনুর রহমান দুলাল ও ক্রাইম সিন নিউজ-এর ডিমলা প্রতিনিধি আলাল হোসেনসহ অন্যান্য সংবাদকর্মীদের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাপানীর হাটের মন্দিরের সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন।
এ সময় মমিনুর রহমান সাদ্দাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কোনো ক্রাইম নিউজ করতে হলে আমার অনুমতি নিতে হবে, না হলে মেরে ফেলা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই যুবদল নেতা দলের নাম ভাঙিয়ে প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও হয়রানি করা হয়।
তবে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া জানান, “মমিনুর রহমান সাদ্দাম যুবদলের বহিষ্কৃত নেতা।”
ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম রাব্বানী রাস্তার সরকারি গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা রাখা হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান জানান, “সরকারি গাছগুলো উদ্ধার করা হয়েছে। গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”