ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ঢাকা চট্টগ্রাম রেলপথে ৩৫ টি বৈধ-অবৈধ রেল ক্রসিং! বিধি বহিঃভুক্ত পারাপার!

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী
  • আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

* মাত্র ২৮ কিলোমিটারে ৩৫ টি রেলক্রসিং
* ২০২৪ ইং সনে ২২ জনের মৃত্যু
* প্রতিদিন ঘটছে কোন না কোন দুর্ঘটনা 
* স্থানীয় রেলপ্রশাসন স্থানীয়দের ক্ষমতার দাপটে অসহায় 

 

ফেনীর ২৮ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রেলপথে অনুমোদন হীন এবং গেটম্যান বিহীন রেল ক্রসিং দিয়ে অবাধে যাতায়ত করছে স্হানীয় জনগন। এবং এ কারণে প্রতিনিয়ত ঘটছে একের পর এক দূর্ঘটনা আর প্রান হারাচ্ছে অগনিত মানুষ। তবুও অপ্রতিরোধ্য স্হানীয় জনগন । রেল প্রশাসন যতই অভিযান বা প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহন করুকনা কে !

রাতের আধারে রেল প্রাশাসনের প্রতিরোধ মূলক সকল ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে আবার শুরু করে অবৈধ চালাচল। ২৮ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রেলপথ ফেনী জেলা অংশে সর্বমোট ৩৫ টি বৈধ অবৈধ রেল ক্রসিং থাকলেও এর মধ্যে ২৩টি বৈধ বা অনুমতি প্রাপ্ত এবং ১২টি সম্পূর্ন অবৈধ বা গায়ের জোড়ের রেল ক্রসিং বেধ রেল ক্রসিং কোন কোনটিতে আবার দেখা মেলেনা গেটম্যান বা গেট রক্ষীদের! বিশেষ করে মুল মুল ৭/৮ টি ব্যাতিত বাকী কয়েকটিতে সার্বক্ষনিক গেটম্যান দিনে রাতে কখনই দেখা যায়না। অন্য আর সকল গেট সমুহ গায়ের জোড়ে চলছে। এসকল অবৈধ রেল ক্রসিং সমুহে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা আর এ সকল অবৈধ রেল ক্রসিং বন্ধে স্থানীয় রেল প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিয়েও বিফল হয়েছে । রেল প্রশাসন কতৃক মোটা মোটা পাকা পিলার বসিয়ে রাস্তা বন্ধ করা হলে রাতের আধাঁরে স্থানীয় জনগন সে সকল পিলার সমুহ উপরে ফেলা আবার শুরু করে অবৈধ চলাচল।

গত ২০২৪ ইং অর্থবৎসরে এই সকল বৈধ অবৈধ রেল ক্রসিংয়ে উল্লেখযোগ্য প্রানহানি ও ঘটেছে যারা পরিমান প্রায় ২২ জন। বিশেষ করে আইন অমান্য সহ গেটম্যান কতৃক পথরোধক গেট বন্ধ করলেও ফেনীর কলেজ রোডস্হ গোডাউন কোয়ার্টারের রেল ক্রসিং আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গে শীর্ষস্থানে রয়েছে। এই রেল ক্রসিং বন্ধ থাকলেও দূইপাশ্বের বেরিয়ার দিয়েও মোটর সাইকেল সিএনজি ব্যাটারি চালিত টমটম পিকআপ সহ মাঝারী ওছোট যানবাহন চলাচলে আইনের কোন তোয়াক্কা করে না। গেট বন্ধ করলেও তারা উল্টো পথে অবৈধ চলাচল করে প্রশাসনের সামনে । যদি কেউ প্রতিরোধের চেষ্টা করে তাকে নাজেহাল হতে হয় অবৈধ যানবাহনের চালক ও জনগনের কাছে।

ফেনীর শর্শদীর ১০০/৮ পোস্ট পিলার থেকে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ৭২/৮ নং পোস্ট পিলার এই পথিমধ্যে ৩৫টি বৈধ অবৈধ রেলপথ ক্রসিং শুধু গত ৫ই এপ্রিল ২০২৪ ইং ফেনীর ফাজিলপুরের মুহুরীগঞ্জে ট্রাক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ০৬ জনের মৃত্যু ঘটে। এই অনুমোদিত ২৩টি রেল ক্রসিংয়ে ৬৯ জন গেটম্যান থাকার কথা থাকলেও আছে ৫৬ জন সেক্ষেত্রে ও রয়েছে জনবল সংকট। অনুমোদনহীন এসকল রেল ক্রসিং প্রসঙ্গে ফেনীর রেল ষ্টেশন মাষ্টার মোঃ হারুন জানান রেলপথের পাশ্ববর্তী জায়গায় অবৈধ বসতঘর থাকায় অনুমোদনহীন রেল ক্রসিং সৃষ্টির অন্তরায়। যার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে প্রতিনিয়ত।

ফেনীর রেলওয়ে সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন জানান , অবৈধ রেল ক্রসিং সমুহ আমরা মোটা মোটা পাকা পিলার গাড়িয়ে বন্ধ করে আসি। কিন্তু সেগুলো রাতের আধারে স্হানীয় প্রভাবশালী মহল গায়ের জোড়ে সেগুলো উপরে ফেলে এছাড়া আমরা প্রতিনিয়ত জনবল সংকটে মনিটরিং করতে পাড়ি না ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা চট্টগ্রাম রেলপথে ৩৫ টি বৈধ-অবৈধ রেল ক্রসিং! বিধি বহিঃভুক্ত পারাপার!

আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

* মাত্র ২৮ কিলোমিটারে ৩৫ টি রেলক্রসিং
* ২০২৪ ইং সনে ২২ জনের মৃত্যু
* প্রতিদিন ঘটছে কোন না কোন দুর্ঘটনা 
* স্থানীয় রেলপ্রশাসন স্থানীয়দের ক্ষমতার দাপটে অসহায় 

 

ফেনীর ২৮ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রেলপথে অনুমোদন হীন এবং গেটম্যান বিহীন রেল ক্রসিং দিয়ে অবাধে যাতায়ত করছে স্হানীয় জনগন। এবং এ কারণে প্রতিনিয়ত ঘটছে একের পর এক দূর্ঘটনা আর প্রান হারাচ্ছে অগনিত মানুষ। তবুও অপ্রতিরোধ্য স্হানীয় জনগন । রেল প্রশাসন যতই অভিযান বা প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহন করুকনা কে !

রাতের আধারে রেল প্রাশাসনের প্রতিরোধ মূলক সকল ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে আবার শুরু করে অবৈধ চালাচল। ২৮ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রেলপথ ফেনী জেলা অংশে সর্বমোট ৩৫ টি বৈধ অবৈধ রেল ক্রসিং থাকলেও এর মধ্যে ২৩টি বৈধ বা অনুমতি প্রাপ্ত এবং ১২টি সম্পূর্ন অবৈধ বা গায়ের জোড়ের রেল ক্রসিং বেধ রেল ক্রসিং কোন কোনটিতে আবার দেখা মেলেনা গেটম্যান বা গেট রক্ষীদের! বিশেষ করে মুল মুল ৭/৮ টি ব্যাতিত বাকী কয়েকটিতে সার্বক্ষনিক গেটম্যান দিনে রাতে কখনই দেখা যায়না। অন্য আর সকল গেট সমুহ গায়ের জোড়ে চলছে। এসকল অবৈধ রেল ক্রসিং সমুহে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা আর এ সকল অবৈধ রেল ক্রসিং বন্ধে স্থানীয় রেল প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিয়েও বিফল হয়েছে । রেল প্রশাসন কতৃক মোটা মোটা পাকা পিলার বসিয়ে রাস্তা বন্ধ করা হলে রাতের আধাঁরে স্থানীয় জনগন সে সকল পিলার সমুহ উপরে ফেলা আবার শুরু করে অবৈধ চলাচল।

গত ২০২৪ ইং অর্থবৎসরে এই সকল বৈধ অবৈধ রেল ক্রসিংয়ে উল্লেখযোগ্য প্রানহানি ও ঘটেছে যারা পরিমান প্রায় ২২ জন। বিশেষ করে আইন অমান্য সহ গেটম্যান কতৃক পথরোধক গেট বন্ধ করলেও ফেনীর কলেজ রোডস্হ গোডাউন কোয়ার্টারের রেল ক্রসিং আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গে শীর্ষস্থানে রয়েছে। এই রেল ক্রসিং বন্ধ থাকলেও দূইপাশ্বের বেরিয়ার দিয়েও মোটর সাইকেল সিএনজি ব্যাটারি চালিত টমটম পিকআপ সহ মাঝারী ওছোট যানবাহন চলাচলে আইনের কোন তোয়াক্কা করে না। গেট বন্ধ করলেও তারা উল্টো পথে অবৈধ চলাচল করে প্রশাসনের সামনে । যদি কেউ প্রতিরোধের চেষ্টা করে তাকে নাজেহাল হতে হয় অবৈধ যানবাহনের চালক ও জনগনের কাছে।

ফেনীর শর্শদীর ১০০/৮ পোস্ট পিলার থেকে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ৭২/৮ নং পোস্ট পিলার এই পথিমধ্যে ৩৫টি বৈধ অবৈধ রেলপথ ক্রসিং শুধু গত ৫ই এপ্রিল ২০২৪ ইং ফেনীর ফাজিলপুরের মুহুরীগঞ্জে ট্রাক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ০৬ জনের মৃত্যু ঘটে। এই অনুমোদিত ২৩টি রেল ক্রসিংয়ে ৬৯ জন গেটম্যান থাকার কথা থাকলেও আছে ৫৬ জন সেক্ষেত্রে ও রয়েছে জনবল সংকট। অনুমোদনহীন এসকল রেল ক্রসিং প্রসঙ্গে ফেনীর রেল ষ্টেশন মাষ্টার মোঃ হারুন জানান রেলপথের পাশ্ববর্তী জায়গায় অবৈধ বসতঘর থাকায় অনুমোদনহীন রেল ক্রসিং সৃষ্টির অন্তরায়। যার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে প্রতিনিয়ত।

ফেনীর রেলওয়ে সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন জানান , অবৈধ রেল ক্রসিং সমুহ আমরা মোটা মোটা পাকা পিলার গাড়িয়ে বন্ধ করে আসি। কিন্তু সেগুলো রাতের আধারে স্হানীয় প্রভাবশালী মহল গায়ের জোড়ে সেগুলো উপরে ফেলে এছাড়া আমরা প্রতিনিয়ত জনবল সংকটে মনিটরিং করতে পাড়ি না ।