ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সচল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধমুক্ত হলো গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া, সেনাবাহিনী, শিল্পপুলিশ, ও গাজীপুর মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।’

এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এতেও শ্রমিকরা মহাসড়ক ছাড়তে চাননি। তাদের দাবি ছিল, কারখানায় মালিকপক্ষ অথবা মালিক নিজে এসে বকেয়া বেতন পরিশোধ করার পর তারা মহাসড়ক ছাড়বেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দিই, দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না। ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় শ্রমিক বিক্ষোভ।

বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সচল

আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

 

দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধমুক্ত হলো গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া, সেনাবাহিনী, শিল্পপুলিশ, ও গাজীপুর মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।’

এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এতেও শ্রমিকরা মহাসড়ক ছাড়তে চাননি। তাদের দাবি ছিল, কারখানায় মালিকপক্ষ অথবা মালিক নিজে এসে বকেয়া বেতন পরিশোধ করার পর তারা মহাসড়ক ছাড়বেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দিই, দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না। ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় শ্রমিক বিক্ষোভ।

বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।